চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া শিগগিরই অ্যাপলকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয়-সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত হতে পারে। এআই অ্যাপ্লিকেশন গ্রহণের ঊর্ধ্বগতিতে বছরের পর বছরে ধরে থাকা ওয়াল স্ট্রিস্টের সবচেয়ে বড় ফার্মের তুলনায় বেশি সুবিধা পাচ্ছে এনভিডিয়া। খবর রয়টার্স।
ওপেনএআই এর চ্যাটজিপিটির মতো সকল কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ্লিকেশন এনভিডিয়ার হাই-এন্ড চিপগুলোর উপর নির্ভরতা দেখাচ্ছে। আর এর ফলে গত এক বছরের কোম্পানিটির বাজার মূল্য তিনগুন বেড়ে ২.৬৮ ট্রিলিয়ন ডলারের পৌঁছেছে।
আইফোনের চাহিদা কমে যাওয়া এবং চীনের বাজারে প্রবল প্রতিযোগিতার ফলে চলতি বছরের প্রথমদিকে মাইক্রোসফটের কাছে শীর্ষস্থান ছেড়ে দিয়েছে অ্যাপল। কোম্পানিটির সর্বশেষ বাজার মূল্য ছিলো ২.৯২ ট্রিলিয়ন ডলার।
ডিবিটেক/বিএমটি