দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে সহজে টিকটকে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ দিতে ডিজিটাল বিজ্ঞাপনী সংস্থা অ্যালেফকে (সাবেক এইচটিটিপুল) দায়িত্ব দিয়েছে টিকটক। বাংলাদেশে নিজেদের বিক্রয় অংশীদার নির্বাচনের জন্য অ্যালেফের সঙ্গে চুক্তিও করেছে টিকটক।
বৃহস্পতিবার (৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও টিকটকের ব্যবহারকারী বাড়ছে। বিপুলসংখ্যক টিকটক ব্যবহারকারীদের কাছে সহজে প্রচারণা চালানোর সুযোগ দিতে বিজ্ঞাপনী প্রতিষ্ঠান অ্যালেফের সঙ্গে এ চুক্তি করা হয়েছে।
এ বিষয়ে পাকিস্তান এবং বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত টিকটকের গ্লোবাল বিজনেস সলিউশন বিভাগের পার্টনারশিপ ম্যানেজার ফাইজা জাফর বলেন, ‘বাংলাদেশের বিজ্ঞাপনদাতারা এখন নতুন ধরনের ডিজিটাল বিজ্ঞাপন ফরম্যাট ব্যবহার করতে পারবেন।’
এ নিয়ে ডিজিটাল বিজ্ঞাপনী সংস্থা অ্যালেফের প্রধান পরিচালন কর্মকর্তা ইগ্নাশিও ভিদাগিউরেন বলেন, ‘বাংলাদেশের বিজ্ঞাপনদাতা, বিজ্ঞাপনী সংস্থা এবং ছোট-মাঝারি প্রতিষ্ঠানগুলোকে টিকটক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করাই আমাদের মূল লক্ষ্য।’