সম্প্রতি বিশ্বের বিভিন্ন বাজারে গ্যালাক্সি এম সিরিজের একাধিক স্মার্টফোন উন্মোচন করেছে স্যামসাং। এক্সক্লুসিভ এই সিরিজের নতুন স্মার্টফোন বাজারে ছাড়ার তোড়জোড় শুরু করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি।
গ্যালাক্সি এম৪০ নামের এই স্মার্টফোনটি চলবে অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেমে। থাকবে ১২৮ গিগাবাইট ইন্টারন্যাল মেমরি। তবে অন্য স্টোরেজ ভেরিয়েশনে ফোনটি বাজারে আসবে কিনা তা জানা যায়নি।
ফোনটিতে আরও থাকবে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া থাকবে অ্যামোলেড ডিসপ্লে ও ট্রিপল রেয়ার ক্যামেরা, যা আগের গ্যালাক্সি এম৯০ ফোনেও দেখা গেছে।
কবে নাগাদ এই ফোনটি বাজারে আসবে কিংবা বিস্তারিত কী থাকছে এই স্মার্টফোনে সে বিষয়ে এখনও মুখ খোলেনি স্যামসাং।