আগামী ৩০ এপ্রিল উন্মোচন করা হব চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপোর নতুন স্মার্টফোন ‘অপো এ৯’। এই ফোনে থাকবে ৪৮ মেগাপিক্সলের প্রাইমারি ক্যামেরা। সাথে থাকবে ৪০২০ এমএএইচ ব্যাটারি।
সম্প্রতি ফাঁস হওয়া তথ্যে জানা গেছে এই ফোনে ওয়াটার ড্রপ স্টাইল নচ। পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ক্যামেরার নিচে থাকছে এলইডি ফ্ল্যাশ। এছাড়া থাকবে ক্যাপাসিটিভ ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
তিনটি আলাদা রঙে গ্রেডিয়ন্ট ফিনিশে পাওয়া যাবে অপো এ৯। অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমের এই ফোনে থাকবে অপোর কালারওএস ৬.০ স্কিন। সাথে থাকবে ৬ গিগাবাইট র্যাম ও ১২৮ গিগাবাইট ইন্টারন্যাল মেমরি।
ফোনটিতে দ্রুত চার্জিংয়ের জন্য থাকছে ভিওওস ৩.০ ফাস্ট চার্জ প্রযুক্তি। প্রাথমিকভাবে চীনের বাজারে ফোনটি উন্মোচন করা হবে। তবে অন্যান্য বাজারে ফোনটি কবে আসবে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ হয়নি।