প্রান্তিক গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবা দেয়ার ক্ষেত্রে ব্যান্ডউইথ সঞ্চালন ও ব্যান্ডউইথ হোল সেল পার্চেজের এক দেশ এক রেট দাবি করেছে আইএসপিএবি। আইআইজি থেকে একই দামে যেনো ঢাকার বাইরেও ব্যান্ডউইথ কেনা যায় এবং এই ব্যান্ডউইথ সঞ্চালনার ক্ষেত্রেও যেন এটিটিএন প্রতিষ্ঠানগুলো দেশজুড়ে একই মূল্য নির্ধারণ করে সে বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেছেন সংগঠনটির সভাপতি ইমদাদুল হক।
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এ অনুষ্ঠিত চার দিনের জুনিপার ও মাইক্রোটিক নেটওয়ার্কিং কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এই দাবি করেন তিনি। সংগঠনের সদস্য প্রতিষ্ঠানগুলোতে কর্মরর নেটওয়ার্কিং প্রকৌশলীদের দক্ষতা উন্নয়নে আয়োজিত এই কর্মশালায় সনদ প্রদান করেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেয়ার আগে সভাপতির বক্তব্যে ইমদাদুল হক বলেন, আজ দাবি দাওয়ার দিন নয়; আজ সৌভাগ্যের দিন। কেননা করনার দুই বছর রীতিমতো যুদ্ধ করে আমরা বেঁচে থাকতে সক্ষম হয়েছি। অনেক বিষয়েই চেয়ারম্যান মহোদয়ের কাছে সহযোগিতা পেয়েছি। তাই আইএসপির ‘সুরক্ষাকবচ’ হিসেবে আজ একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ না করে পারছি না। আর তা হলো লাস্টমাইল ইনফাস্ট্রাকশ্চার শেয়ারিং এবং হোল সেল ব্যান্ডউইথ প্রাইস।
তিনি আরো বলেন, সরকার আমাদের জন্য নতুন গাইডলাইন করেছে। গাইডলাইন পলিসি আইএসপিগুলোর অনুকূলে না গেলেও আমরা মেনে নিয়েছি। ব্যান্ডউইথ হোল সেল বন্ধ করে দেয়া হয়েছে। বার্ষিক নবায়ন চাঁদা দ্বিগুণ-দশ গুণ করা হয়েছ। তারপরও ক্যাশ সার্ভার ফেরত দেওয়ার বিষয়টি জাতীয় নিরাপত্তা ঝুঁকি ইস্যুতে মেনে নিয়েছি। দেশে এক দেশ এক রেট নির্দেশনা প্রতিপালন করছি। বিটিআরসি যা চেয়েছে তা আমরা প্রতি পদে বাস্তবায়ন করছি। তবে শহরের ও গ্রামে ইন্টারনেট সেবা একই মানে একই দামে দেয়ার ক্ষেত্রে একটা বড় বাধা ইনফাস্টট্রকচার শেয়ারিং। আমরা যদি একে অপরের সঙ্গে এই ইনফ্যাসট্রাকচার শেয়ার করতে পারি তবে এই কাজ অনেক সহজ হবে। আমরা মনে করি, দেশে সাশ্রয়ী মূল্যে মানসম্মত ইন্টারনেট সেবাকে টেকসই করতে বিটিআরসি ব্যান্ডউইথ ট্রান্সমিশন ও হোল সেল পার্চেজের ক্ষেত্রেও ‘এক দেশ এক রেট’ সীমা বেধে দেবে।
আইএসপিএবি পরিচালক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এক দেশ এক রেট বাস্তবায়নে বিটিআরসি’র সহযোগিতার জন্য সংগঠনের নেতাদের ধন্যবাদ জানান বিটিআরসি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ।
এসময় অ্যাক্টিভ শেয়ারিং অনুমোদন ও আইপিভি-সিক্স বিষয়ে প্রশিক্ষণ দেয়ার ক্ষেত্রে তহবিল সহায়তা এবং থানা পর্যায়েও যেনো অনলাইনে লাইসেন্স আবেদন ও নবায়ন করা যায় সে বিষয়ে বিটিআরসি চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন আইএসপিএবি মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া। এসময় তিনি আইএসপিগুলোর জন্য নেটওয়ার্কিং ল্যাব স্থাপনে সহায়তা করায় বিপিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
বক্তব্যে নাজমুল করিম ভূঁইয়া মোবাইল ও ব্রডব্যান্ড সেবাদাতাদের ব্যান্ডউথ সেবা দেয়ার ক্ষেত্রে অসম মূল্যের বিষয়টিও সামনে নিয়ে আসেন। তিনি বলেন, আমরা যেখানে ৩৬৫ টাকা দরে ব্যান্ডউইথ কিনি সেখাবে মোবাইল অপারেটররা কেনে ২৫০ টাকায়। অথচ আমরা একই সেবা দেই। এছাড়া অভারহেড ক্যাবল টানার ক্ষেত্রে আমাদের ৫ কিলোমিটার পর্যন্ত সীমা নির্ধারণ করে দেয়া হলেও এক্ষেত্রে সুনির্দিষ্ট ও পরিস্কার কোনো নির্দেশনা নেই। তাই আমি আশা করবো আমাদের অভিভাবক বিটিআরসি চেয়ারম্যান বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।
সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইএসপিএবি যুগ্ম-মহাসচিব মো: আব্দুল কাইউম রাশেদ, কোষাধ্যক্ষ মো: আসাদুজ্জামান এবং পরিচালক সাকিফ আহমেদ।