১০ বছরের কর অব্যাহতি সুবিধা চেয়ে অনলাইনে কেনা পণ্য সরবরাহের ক্ষেত্রে আরোপিত ১৫ শতাংশ শুল্ক কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছে ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে প্রাক্-বাজেট আলোচনায় ই-ক্যাব নেতারা এসব প্রস্তাব দেন। ঢাকার আগারগাঁওয়ের নতুন রাজস্ব ভবনে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এই আলোচনায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। সংগঠনের পক্ষে ৫টি প্রস্তাব পেশ করেন ই-ক্যাব সহ সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন।
প্রস্তাবনায় অনলাইনে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বর্তমান সংজ্ঞায় খুচরা ক্রয় বিক্রয়ের পাশাপাশি সঙ্গাসহ মার্কেটপ্লেসের সংযোজোনের আবেদন করা হয়। এতে সরকারের ভ্যাট আদায়ে আরও স্বচ্ছতা আসবে এবং রাষ্ট্রীয় কোষাগারে রাজস্ব বাড়বে বলে যুক্তি দেয়া হয়েছে।