ধানমন্ডির আঁতুর ঘর থেকে এবার বাংলাদেশের মিনি সিলিকন ভ্যালি খ্যাত বনানীতে নোঙর করেছে ডিজিটাল ব্যাবসায় প্রতিষ্ঠানগুলোর জাতীয় সংগঠন ই-ক্যাব। প্রতিষ্ঠার ৮ম বছরে,বনানীর ২৩/এ সড়কের বি ব্লকে ৪ নম্বর বাড়ির সুপরিসর এই অফিসটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো ২৪ নভেম্বর।
বিকেলে প্রতিষ্ঠানকালীনসহ সাধারণ সদস্য, উপদেষ্টা, বাণিজ্য মন্ত্রণালায়ের উধ্বতন কর্মকর্তা আর সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে কেক কেটে নতুন অফিসটি উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক মোঃ হাফিজুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো সফকুজ্জামান, এফবিসিসিআই সহ-সভাপতি আমিন হেলালী, সংসদ সদস্য নাহিম রাজ্জাক এবং এশিয়ান-ওশেনিয়ান অঞ্চলের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি সংগঠন এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) ‘লাইফটাইম চেয়ারম্যান অব অ্যাসোসিও’ আব্দুল্লাহ এইচ কাফি।
কেক কাটার পর নতুন অফিসে ই-ক্যাবের সুদূর-যাত্রায় শুভকামনা জানিয়ে একে একে জড় হন খাতসংশ্লিষ্ট সংগঠনের নেতারা। এদের মধ্যে বিসিএস সভাপতি সুব্রত সরকার, আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূইয়া, বেসিস নির্রাহী কমিটির সদস্য লিয়াকত হোসেন, বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম,বাংলাদেশে আইসিটি জার্নালিস্ট ফোরামের নির্বাহী সদস্য ইমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে ই-ক্যাব সভাপতি শমী কায়সারের সভাপতিত্বে নতুন অফিসের বৈঠকখানায় আসন্ন বৈশ্বিক সঙ্কট মোকাবেলা করে জাতীয় উন্নয়নে কীভাবে সবাই একসঙ্গে এগিয়ে যাওয়া যায় তা নিয়ে আলোচনা করেন অতিথিরা।
এসময় ই-ক্যাব সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল, সহ-সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন শিপন, যুগ্ম সম্পাদক নাসিমা আক্তার নিশা, অর্থ সম্পাদক আসিফ আহনাফ, পরিচালক সৈয়দা আম্বারিন রেজা, সাঈদ রহমান, ইলমুল হক এবং সদ্য নিযুক্ত নির্বাহী পরিচালক খন্দকার তাসফিন আলম ও অর্ণব মোস্তফা উপস্থিত ছিলেন।