জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে ডিজিটাল ব্যবসায়ীদের জাতীয় সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।
সোমবার দুপুরে ই-ক্যাব সভাপতি শমী কায়সার ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ তমালের নেতৃত্বে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি কমানায় মোনাজাত করেন।
এসময় ই-ক্যাবের সাধারণ সদস্যরাও উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ই-ক্যাব সচিবালয়ে কর্মরত ব্যক্তিরাও। ই-ক্যাবের কার্যনির্বাহী কমিটির কেউ কেউ আবার গিয়েছিলেন সপরিবারে।