ট্রেন ছাড়লো বিজ্ঞান তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাতের সাংবাদিকদের জাতীয় সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের। দুই জন সদস্য পল্লব মোহাইমেন ও সুমন ইসলামকে নিয়ে রবিবার (১৭ নভেম্বর) ভোটের হুইসেল বাজালেন বিআইজেএফ নির্বাচন কমিশন ২০২৪ এর চেয়ারম্যান প্রযুক্তি ও টেলিকম ব্যক্তিত্ব এস এম ইকবাল।
প্রথম বৈঠক শেষে খসড়া ভোটার তালিকার সঙ্গে প্রকাশ করা হয় নির্বচনী শেডিউল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৯ সদস্যের কার্য নির্বাহী কমিটি গঠনের পদ ভিত্তিক নির্বাচনে এবার ভোটার সংখ্যা ৬৫টি জন। আগামী ২০ নভেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। এরপর ২১ নভেম্বর সকাল ১০টা থেকে ২৪ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত বিআইজেএফ অফিস থেকে মনোনয়ন কিনতে পারবেন প্রার্থীরা। পর দিন মনোনয়ন দাখিল এবং ২৮ নভেম্বর প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৩০ নভেম্বর বিকাল ৪টার মধ্যে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১ ডিসেম্বর বিকাল ৪টায়। এর আগে ২৮ নভেম্বর মনোনয়ন পত্র আপত্তির নিষপত্তি করা হবে।
এবারের নির্বাচনে আপিল বোর্ডের সদস্য আছেন বিআইজেএফ সদস্য বিডিনিউজ২৪ ডটকমের টেক এডিটর হাসান বিপুল ও দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি উবায়দুল্লাহ বাদল।
আগামী ২০ ডিসেস্বর সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত হবে ভোট গ্রহণ। ওইদিনই ফল প্রকাশ করবে নির্বাচন কমিশন। আর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর।
এর আগে দুই-একদিনের মধ্যে নির্বাচনী আচরণ বিধি ও মনোনয়ন পত্রের মূল্য প্রকাশ করবে নির্বাচন কমিশন।