কৃষি সম্প্রসারণ পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের ই-সেবাকে গতিশীল করার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের যৌথ উদ্যোগে গত ২০ জানুয়ারী, ২০১৮, শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে “ডিজিটাল বাংলাদেশ: ডিজিটাল কৃষি সম্প্রসারণ” শীর্ষক দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও উপকরণ অনুবিভাগ) মোঃ সিরাজুল হায়দার, এনডিসি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল আজিজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং যুগোপযোগী কৃষি সম্প্রসারণ প্রণয়নে উদ্ভাবন কার্যক্রম বাস্তবায়ন ও করণীয় পর্যালোচনা’ বিষয়ক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন এটুআই প্রোগ্রামের ডিরেক্টর ইনোভেশন মোঃ মোস্তাফিজুর রহমান (যুগ্মসচিব)।
উক্ত কর্মশালায় যুগোপযোগী কৃষি সম্প্রসারণ পরিকল্পনা প্রণয়ন করে উদ্ভাবন কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে সামগ্রিক দিক নির্দেশনা প্রদান করা হয়। কর্মশালার মূল লক্ষ্য ছিল কৃষি সম্প্রসারণ সেবা সহজীকরণে আইসিটি ব্যবস্থাপনা প্রয়োগ এবং কৃষি সম্প্রসারণ বাতায়নের সম্ভাবনা ও সুপারিশমালা পেশ করা। এছাড়া কৃষি সম্প্রসারণ বাতায়নের মাধ্যমে মনিটরিং ও কৃষি সম্প্রসারণ বাতায়নের ভার্চুয়াল ডকুমেন্টেশনের বিষয়ে বিশদ আলোচনা করা হয়। কৃষি বিষয়ক এমন একটি বাতায়নের মাধ্যমে যুগোপযোগী কৃষি সম্প্রসারণ প্রণয়নে উদ্ভাবন কার্যক্রম বাস্তবায়নে অধিকতর দক্ষতা বৃদ্ধি পাবে। ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে কৃষকের সময়, খরচ এবং যাতায়াত যেমন কমাবে তেমনি প্রায়োগিক কৃষি সম্পর্কিত জ্ঞানের ভান্ডার তৈরি হবে। এই ই-সেবা বাস্তবায়নের মাধ্যমে কৃষককে দ্রুত ও সহজে সেবা প্রদান করা যাবে এবং সেবা প্রদান কার্যক্রম মনিটরিং করা যাবে পাশাপাশি দাপ্তরিক যোগাযোগ ও সেবা সহজীকরণ সম্ভব হবে। এমন উদ্ভাবনীমূলক সেবার মাধ্যমে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি সম্পর্কিত উপজেলার অন্যান্য অফিসসমূহ ও কৃষকরা একটি প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ তৈরী হবে।
উল্লেখ্য, রূপকল্প-২০২১ বাস্তবায়নে কম খরচে ও দ্রুততম সময়ে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে ই-সেবা বাস্তবায়নে প্রধানমন্ত্রী কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে আসছে। উক্ত কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে উদ্ভাবন কার্যক্রম এবং ডিজিটাল কৃষি সম্প্রসারণ পরিকল্পনা প্রণয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালকবৃন্দ, ১৪ জন আঞ্চলিক অতিরিক্ত পরিচালক এবং জেলা পর্যায়ের ৬৪ জন উপপরিচালক এর জন্য দিনব্যাপী এই ডিজিটাল বাংলাদেশ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় দেশের প্রতিটি অঞ্চল আর জেলার কৃষি বিপ্লবের কারিগরদের মতামত ও আলোচনা ডিজিটাল কৃষির বাস্তবতাকে সকলের সামনে তুলে ধরা হয়। এছাড়া কৃষি কর্মকর্তাদের মাধ্যমে দেশের ২৫ মিলিয়ন কৃষকের দোরগোড়ায় কৃষি সেবা পৌঁছে দেয়ার গল্প উঠে এসেছে। দেশের খাদ্য যোগানদাতা কৃষকের অবস্থার উন্নতি এবং কৃষি সম্প্রসারণের সাথে জড়িত সকল বিষয়গুলো নিয়ে কর্মশালায় বিভিন্ন উপস্থাপনা, আলোচনা এবং মতামত পেশ করা হয়। কৃষি বাতায়ন, কৃষক বন্ধু ফোন সেবাসহ অন্যান্য কার্যকরী ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সকলের কাছে আরও সহজে..