অজ্ঞাত অভিযোগ ও একটি ছবিকে কেন্দ্র করে পিকিনিক থেকে ফেরার পথে গোয়েন্দা পুলিশের হাতে আটক ই-ক্যাব এর একসময়ের ইয়্যুথ ফোরাম স্ট্যান্ডিং কমিটির সভাপতি মোহাম্মাদ রাকিব হাসান। অভিযোগের কোনো সত্যতা আটকের প্রায় সাত ঘণ্টা পর তাকে বুধবার ভোর রাত একটার দিকে মুক্তি দেয়া হয়।
জানাগেছে, বর্তমানে কারাঅন্তরীণ ই-ক্যাবের সাবেক সভাপতি শমী কায়সারের সঙ্গে থাকা ছবির সূত্র ধরে তাকে আটক করা হয়। অবশ্য জুলাই বিপ্লবের আন্দোলনে তার ফ্যাসিস্ট বিরোধী নানা পোস্ট ও ছবি তার বিরুদ্ধে আনীত ’ডেভিল হান্ট’ থেকে মুক্তি পান।
এদিকে পিকনিক থেকে ফেরার সময় রাকিবকে গোয়েন্দাদের মাইক্রোবাসে তোলার সময় থেকে শেষ পর্যন্ত পিকনিকে যাওয়া অধিকাংশই তার সঙ্গে পূবাইল থানায় উপস্থিত ছিলেন। তারা এসময় নির্দোষ ব্যক্তিদের যারা দোষী সাব্যস্ত করতে অভিযোগ করে তাদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।