সাবমেরিন ক্যাবলের বর্তমান ভূ-গর্ভস্থ ক্যাবল রুটের পরিবর্তে নতুন রুটে সংযোগ প্রতিস্থাপনের কারণে আজ শুক্রবার দুপুর ২টা থেকে পরবর্তী আট ঘণ্টা ইন্টারনেটের গতি কম থাকতে পারে।
২৪ মে, সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) মিডিয়া উইং।
বিএসসিসিএল থেকে জানানো হয়েছে, এসময় গ্রাহকরা সাময়িকভাবে ধীরগতি সমস্যায় পড়তে পারেন।
এ বিষয়ে বিএসসিসিএলের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিভাগের মহাব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম ডিজিবাংলাকে জানান, কক্সবাজার সড়ক বিভাগ ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সড়ক উন্নয়ন কাজের জন্য ‘সিমিউই-৪’ সাবমেরিন ক্যাবলের কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে বিচ ম্যানহোল পর্যন্ত বর্তমান ভূ-গর্ভস্থ কেবলের বিকল্প রুট হিসাবে নতুন একটি রুট স্থাপনের কাজ শেষ হয়েছে। নতুন রুটে স্থাপিত অপটিক্যাল ফাইবার ও পাওয়ার ক্যাবলের সঙ্গে ‘সিমিউই-৪’ সাবমেরিন কেবলের সংযোগ দেওয়া হবে।
শুক্রবার বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত এ কাজ হবে। যত দ্রুত সম্ভব এই কাজ করা হবে। ফলে সময় বৃদ্ধির সম্ভাবনা নেই এমনটি জানান তিনি।