গত অর্থ বছর থেকে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরে বাজেটে চার হাজার ৩৮ কোটি টাকা বেশি বরাদ্দ পেয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। দেশে বিজ্ঞান ও প্রযুক্তি খাতের উন্নয়নের জন্য এই মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ১৬ হাজার ৪৩৯ কোটি টাকা।
বৃহস্পতিবার (১৩ জুন) সংসদে আসন্ন অর্থবছরের বাজেট ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জন্য প্রস্তাবিত বাজেটে এই বরাদ্দ পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এর আগে গত অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্য বাজেটে ১২ হাজার ২০১ কোটি টাকা প্রস্তাব করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কিন্তু পাশ হওয়ার সময় মন্ত্রণালয়টির সংশোধিত বাজেট পাশ করা হয়েছিল ১২ হাজার ৩৯১ কোটি টাকা।