চতুর্ভুজাকৃতির নতুন একটি রোবট নিয়ে এসেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। এই রোবটের নাম সাইবার-ডগ। এর মূলে রয়েছে বিশ্বের সবচেয়ে ছোট এআই সুপার কম্পিউটার খ্যাত এনভিডিয়ার জেটসন জাভিয়ের এনএক্স।
সবমিলিয়ে ১১টি সেন্সর রয়েছে সাইবারডগের ‘শরীরে’। এর মধ্যে স্পর্শ এবং আল্ট্রাসনিক সেন্সরও রয়েছে। এ ছাড়াও রোবটটি যাতে “পরিবেশের সঙ্গে পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া” সম্পন্ন করতে পারে, সেজন্য জিপিএস এবং ক্যামেরা রয়েছে এতে।
শাওমি বলছে, প্রযুক্তিটি সাইবারডগকে নিজ মালিককে অনুসরণ করতে এবং প্রতিবন্ধকতা এড়িয়ে চলতে সহায়তা করার মতো কার্যকরী। এ ছাড়াও অঙ্গভঙ্গি শনাক্ত বা মানব মুখ ট্র্যাকিংয়ের কাজ করতেও সক্ষম এটি। ফলে এক দল ব্যক্তির মধ্য থেকে একজনকে সহজেই খুঁজে নিতে বা ট্র্যাক করতে পারবে সাইবারডগ। শুরুতে এক হাজার সাইবার-ডগ বাজারে ছাড়া হবে। এসময় প্রতিটি কিনতে রোবটন কিনতে খরচ করতে হবে এক হাজার ৫৪০ ডলার।
এদিকে শাওমি’র রোবট কুকুরটির সঙ্গে বস্টন ডায়নামিক্সের রোবটের মিল রয়েছে বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট। আর দ্য ভার্জ জানিয়েছে, চিকিৎসা ও সামরিক কাজে ‘স্পট’ নামের রোবটটি গতবছর বিক্রি হয়েছে ৭৪ হাজার ৫০০ ডলারে।