চট্টগ্রামে হালদা নদীর জীব-বৈচিত্র্য রক্ষায় আটটি পয়েন্টে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। আগামী এপ্রিল মাসে শুরু হচ্ছে প্রজনন মৌসুম। এ জন্যে অবৈধ জাল পেতে মা মাছ নিধন রোধ, ইঞ্জিন চালিত নৌকা চালাচল বন্ধ, বালু উত্তোলন বন্ধ ও ডলফিন রক্ষায় হালদা নদীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
হালদা গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগেরর অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া জানান, হালদা নদী রক্ষায় এগিয়ে এসেছে নৌ পুলিশ।
বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে ব্রুড মাছ ও ডলফিন রক্ষায় নতুনভাবে সংযোজিত হয়েছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত টিম বাংলাদেশ নৌ পুলিশ। হাটহাজারী উপজেলার রামদাশমুন্সির হাটে স্থাপিত হয়েছে অস্থায়ী ক্যাম্প। উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসি টিভি ক্যামেরার মাধ্যমে মদুনাঘাট থেকে আমতুয়া পর্যন্ত প্রায় ৫/৬ কি.মি. এলাকায় অবৈধ বালু উত্তোলন, ডলফিন ও মা মাছের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সিসি ক্যামেরা স্থাপন হত্তয়ার ফলে মা মাছের যে প্রজনন ক্ষেত্র রয়েছে সেই জায়গাটুকু পুরোপুরি সুরক্ষিত হবে।
শুধুমাত্র পুলিশ কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিয়ে এত বড় নদী পাহারা দেয়া সম্ভব নয়। তাই হালদা নদীর মা মাছের প্রজনন স্থান সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণে আসায় মা মাছ নিধন অনেকটাই কমে আসবে। সেই সাথে ডলফিন হত্যা, অবৈধ ভাবে বালু উত্তোলন ও বন্ধ হবে বলে জানান তিনি।