দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সবাইকে দ্রুততম সময়ে করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকার নিবন্ধনের আওতায় আনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদল্লাহ।
একইসঙ্গে সব শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কোভিড সেন্টার থেকে টিকা নেওয়ার পর ইউজিসি চেয়ারম্যান এ আহ্বান জানান।
তিনি ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের সব উপযুক্ত ব্যক্তিকে নির্ভয়ে টিকা নেওয়ার আহ্বান জানান। এসময় তিনি উচ্চশিক্ষা পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দ্রুততম সময়ে ও যথাযথভাবে টিকাদান কর্মসূচি হাতে নেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।