তরুণদের লাইফস্টাইলকে সমুন্নত করতে ১৪ অক্টোবর, ২০২০ তারিখে ফার্স্ট সেল এর মধ্যে দিয়ে অপো তাদের নতুন স্মার্টফোন – অপো এফ১৭ এবং ট্রু ওয়্যারলেস হেডফোন (টিডব্লিউএস) – এনকো ডব্লিউ৫১-এর যাত্রা শুরু করেছে বাংলাদেশের বাজারে। নতুন প্রজন্মের তরুণদের প্রযুক্তিগত চাহিদা পূরণের জন্যে বিশেষভাবে ডিজাইন করা গ্যাজেটগুলোর প্রি-অর্ডার শুরু হয় ১২ তারিখে যা গত ৮ অক্টোবর, ২০২০ তারিখে অবমুক্ত করা হয়। অপো এফ১৭-এর বাজার মূল্য ২২,৯৯০ টাকা এবং এনকো ডব্লিউ৫১ এর দাম ৭,৯৯০ টাকা নির্ধারন করা হয়েছে।
ফার্স্ট সেল প্রসঙ্গে অপো বাংলাদেশের পিআর অ্যান্ড কমিউনিকেশনের ম্যানেজার জোশিতা সানজানা রিজভান বলেন, “গ্রাহকদের হাতে সেরা পণ্যটা তুলে দেয়াটাই আমদের মূল লক্ষ্য। আজকের তরুণদের জন্য যারা একটি মজার এবং ফ্যাশনেবল জীবন যাপনে পছন্দ করেন, তাদের জন্যেই এফ১৭। এর সাথে এনকো ডব্লিউ৫১-এর ব্যবহারে যেকোনকিছুই শোনার অভিজ্ঞতা হবে আরো উপভোগ্য। উদ্ভাবন ও সামর্থ্যকে প্রাধান্য দিয়েই ডিভাইস দুটী ডিজাইন করা হয়েছে।”
বিস্ময়কর ডিভাইস দুটি এখন অপোর অফিসিয়াল স্টোর সহ সকল স্মার্টফোন স্টোর এবং অনলাইন ক্রয়ের জন্যে পাওয়া যাচ্ছে।