বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার জন্মদিন আজ সোমবার। ৩৮ বছরে পা দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা। ১৯৮৩ সালের ৫ অক্টোবর দক্ষিণ-পশ্চিমের জেলা নড়াইলে জন্ম গ্রহণ করেন তিনি। দেশকে অসাধারণ সব সাফল্য এনে দেওয়া এই ক্রিকেটার জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তিনি।
বিশেষ এই দিন উপলক্ষে সতীর্থ ও ক্রিকেটারদের কাছ থেকে অনেক শুভেচ্ছাবার্তা পেয়েছেন তিনি। এছাড়া তাকে উইশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)।
মাশরাফীর জায়গায় ওয়ানডে দলের নেতৃত্বের দায়িত্ব পাওয়া তামিম ইকবাল তার ফেসবুকে লিখেছেন, ‘শুভ জন্মদিন মাশরাফি ভাই।’
মাহমুদউল্লাহ রিয়াদ ফেসবুক স্ট্যাস্টাসে লেখেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় ভাই। আল্লাহ আপনাকে সব সময় সুস্থ শরীরের অধিকারী করুক।’
মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম লিখেছেন, ‘শুভ জন্মদিন ম্যাশ, লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরনা। মাঠ ও মাঠের বাইরে একজন রোল মডেল হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো কিংবদন্তির জন্য দোয়া ও শুভ কামনা রইলো।’
পেসার তাসকিন আহমেদ লিখেছেন ‘শুভ জন্মদিন ভাইয়া। আমার ক্রিকেটে আসার অনুপ্রেরণা আপনি।’ জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস লেখেন, ‘শুভ জন্মদিন ক্যাপ্টেন। নেতার জন্য দীর্ঘজীবন ও শুভকামনা।’ এছাড়া লিটন দাস লিখেছেন, ‘শুভ জন্মদিন অধিনায়ক।’
মাশরাফীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে আইসিসিও। ২০০৭ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ে প্রধান ভূমিকা রেখেছিলেন নড়াইল এক্সপ্রেস। সেই ম্যাচে ৩৮ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। ঐ ম্যাচে মাশরাফীর উইকেট শিকারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফাইড অ্যাকাউন্টে আপলোড দিয়েছে আইসিসি।