হ্যাকিংয়ের আশঙ্কা কিংবা বিভিন্ন ম্যালওয়্যারের কথা প্রতিদিনই সামনে আসে। এবার এই তালিকায় নাম জড়িয়ে গেলো টেক দুনিয়ার জনপ্রিয় সংস্থা মাইক্রোসফটের। মাইক্রোসফট কর্পোরেশন ব্যবহারকারীেদর টার্গেট করে একটি বিশাল ফিশিং ক্যাম্পেইন চালিয়েছে হ্যাকাররা, গত ডিসেম্বরের পর থেকে ৬২ টি দেশের ব্যবহারকারীদের প্রতারণা করার চেষ্টা চলেছে।
একটি ব্লগ পোস্টে সংস্থাটি মঙ্গলবার জানিয়েছে, এই হামলাটি বিভিন্ন ইন্ডাস্ট্রির বিজনেস লিডারদের টার্গেট করে, তাদের অ্যাকাউন্ট থেকে তথ্য চুরি করার চেষ্টা করা হয়েছিল। এই ব্লগ পোস্টে আরও বলা হয়েছে, গত ১ সপ্তাহে লক্ষ লক্ষ মাইক্রোসফট অফিস ৩৬৫-র ব্যবহারকারীদের ডেটা হ্যাক করার চেষ্টা করা হয়েছে।
জানা গিয়েছে, ‘কোভিড-১৯ বোনাস’ এই জাতীয় নাম ব্যবহার করে হ্যাকাররা এই ফিশিং ক্যাম্পেইন চালায়। এই ঘটনায় অফিস ৩৬৫-র ব্যবহারকারীদের কাছে প্রচুর স্প্যাম মেইল আসতে থাকে।
মাইক্রোসফট এই ব্লগ পোস্টে আরো জানিয়েছে, হ্যাকাররা ব্যবহারকারীদের ইমেল, কন্ট্যাক্ট লিস্ট, সংবেদনশীল নথি এবং অন্যান্য মূল্যবান তথ্যের অ্যাক্সেস পাওয়ার চেষ্টা করেছিল। তবে এই ঘটনায় ঠিক কতজন ব্যবহারকারী এই ধরণের ফিশিং মেইল পেয়েছে বা এই ইমেলগুলি কতজন ইউজারের ওপর ট্রিকিংয়ে সফল হয়েছে, সেসম্পর্কে সংস্থাটি কিছুই বলেনি।