করোনাভাইরাসের সংক্রমণ কমাতে এবার কনট্যাক্ট-ট্রেসিং অ্যাপের পরীক্ষা শুরু করতে যাচ্ছে স্পেন। শুক্রবার মরোক্কোর অদূরে ক্যানারি দ্বীপপুঞ্জের গোমেরা দ্বীপে অ্যাপটি উন্মুক্ত করবে দেশটি। পরীক্ষার জন্য অ্যাপ ব্যবস্থায় কয়েকশ’ ‘ভুয়া’ আক্রান্ত ব্যক্তির তথ্য ইনপুট দেবে স্পেন। ভুয়া এই ইনপুটগুলোকে বলা হচ্ছে ‘সিমুলেটর’।– খবর রয়টার্সের।
স্পেন সরকারের দাবি, ব্যবহারকারী করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির কাছাকাছি সংস্পর্শে এলে সতর্ক করবে অ্যাপটি।
সরকারের এক মুখপাত্র বলেন, এখানে ধারণাটি হচ্ছে, প্রায় তিন হাজার ব্যক্তি অ্যাপটি ডাউনলোড করবেন এবং আমরা আরও প্রায় তিনশ’ সিমুলেটর, বেটা পরীক্ষক ইনপুট দেবো, যাতে ১০ শতাংশ জনগণের মধ্যে মহামারীর অনুকরণ দেখানো যায়।
অ্যাপটিতে গ্রাহকের গোপনতা রক্ষা করতে ‘কনট্যাক্ট রেকর্ড’ কেন্দ্রীয় সার্ভারের বদলে ডিভাইসেই মজুদ করবে অ্যাপটি, অ্যাপল-গুগলের প্রযুক্তির মাধ্যমে।