গোটা বিশ্বই নভেল করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত। চীন থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে এখন পর্যন্ত ২ লাখ ৮৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর প্রতিষেধক আবিষ্কারে বাঘা বাঘা বিজ্ঞানীদের রাতের ঘুম হারাম।
সংক্রমিত ও মৃতের হিসেবে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ১৪ লাখের কাছাকাছি। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮১ হাজার। এ অবস্থায় করোনায় সংক্রমণ নিয়ে চীনের সাথে বেশ কয়েকবারই বাগযুদ্ধে জড়িয়ে পড়েছে দেশটি। এবার চীনা হ্যাকাররা মার্কিন গবেষণাগারের তথ্য চুরির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে দেশটি।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি-বেসরকারি গবেষণাগারে এখন করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে চলছে নানা পরীক্ষা-নিরীক্ষা। এসব গবেষণা সংক্রান্ত তথ্য চুরি করতে চীনা হ্যাকাররা মাঠে নেমেছে বলে মার্কিন গোয়েন্দা বিভাগ ও সাইবার সেলের বরাতে জানিয়েছে মার্কিন সংবাদপত্রগুলো। এমনকি এই বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাও নানা প্রমাণও পেয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে।
তবে বরাবরের মতোই এসব উড়িয়ে দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে, মার্কিনিদের এসব অনুমান ও অভিযোগ ভুল।দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, ‘করোনার চিকিৎসা নিয়ে আমরা বিশ্বের সঙ্গে আছি ৷ আমাদের দেশের বিজ্ঞানীরাও নানা গবেষণা চালাচ্ছেন।’ সেই সাথে এই ধরনের গুজবে কান না দেওয়ারও পরমর্শ দেয়া হয় এতে।