কৃষি, প্রাণী চিকিৎসা, মৎস্য চাষ ও প্রাণিসম্পদ সেক্টর সম্পর্কিত যেকোনো সমস্যায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা দিচ্ছে এগ্রিবার্তার বিশেষজ্ঞ দল। দেশের কৃষি সেক্টরের অভিজ্ঞ ও দক্ষ বিশেষজ্ঞের সমন্বয়ে এগ্রিবার্তা এই টিম গঠন করেছে।
শনিবার কৃষিবিদ রোমানা খাতুনের পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। শনিবার থেকেই এই সেবা চালু হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকিতে বিশ্বব্যাপী অচলাবস্থার মাঝে বাংলাদেশেও চলছে লকডাউন। এই লকডাউন পরিস্থিতিতেও দেশের খাদ্য ঘাটতি মোকাবিলায় বংলাদেশের কৃষক, খামারি ও মৎস্যচাষীরা তাদের ফসল উৎপাদন কার্যক্রম অব্যাহত রেখেছেন। কিন্তু কৃষি সংক্রান্ত সেবা পেতে তাদের প্রতিনিয়ত মুখোমুখি হতে হচ্ছে নানাবিধ সমস্যার।
উদ্ভূত পরিস্থিতিতে কৃষক, খামারি ও মৎস্যচাষীদের সমস্যার তাৎক্ষণিক সমাধানে বিশেষজ্ঞ দল ঘোষণা করেছে দেশের কৃষি বিষয়ক সংবাদ মাধ্যম এগ্রিবার্তা ডট কম।
কৃষি, প্রাণী চিকিৎসা, মৎস্য চাষ ও প্রাণিসম্পদ সেক্টর সম্পর্কিত যেকোনো সমস্যায় আগ্রহী ব্যক্তিদের মোবাইলে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।