দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণের উদ্ভুত পরিস্থিতিতে ফোনের মাধ্যমে দেশের মানুষকে চিকিৎসা সুবিধা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামী এক মাস যে কোন রোগী বা সেবাপ্রার্থী ০৯৬৬৬ ৭০ ৭০ ৮১ – এই নম্বরে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ফোন করে ঘরে বসেই চিকিৎসকদের পরামর্শ সেবা নিতে পারবেন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান কোভিড-১৯ বৈশ্বিক মহামারীজনিত জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগ উদ্ভাবিত প্রযুক্তি দিয়ে পরিচালিত ‘টেলিমেডিসিন কার্যক্রম’-এর মাধ্যমে দেশের জনসাধারণের কাছে চিকিৎসা-পরামর্শ সেবা প্রদানের এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।