সোমবার (২ মার্চ) প্রকাশিত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের হিসাব বলছে, জানুয়ারির শেষে দেশে মোট কার্যকর ইন্টারনেট সংযোগ রয়েছে ৯ কোটি ৯২ লাখ ৪৬ হাজার। বছরের শুরুতে যা ছিল ৯ কোটি ৯৪ লাখ ২৮ হাজার।
সর্বশেষ পরিসংখ্যান বলছে, জানুয়ারির শেষে দেশের মোট ইন্টারনেট সংযোগের ৯৪ দশমিক ২১ শতাংশই এসেছে মোবাইল ফোনের মাধ্যমে। এর আগে নভেম্বর মাসেও কার্যকর ইন্টারনেট সংযোগ কমে যাওয়ার ঘটনা দেখছে টেলিযোগাযোগ খাত। অক্টোবরের শেষে নয় কোটি ৯৫ লাখ ৬৯ হাজার কার্যকর ইন্টারনেট সংযোগ থাকলেও নভেম্বরের শেষে সেটি নেমে আসে নয় কোটি ৯০ লাখ ৫৯ হাজারে।
অপারেটর প্রতিষ্ঠানগুলো বলছে, বড় দুটি অপারেটরের ওপর জুলাই মাস থেকে বিটিআরসি অডিটের পাওনা দাবি নিয়ে নানা বিধিনিষেধ বেধে দেওয়ার কারণে তারা গ্রাহক বাড়ানোর দিকে মন দিতে পারেনি।