ক্যাম্পাস র্যাগিংমুক্ত, নানা অপরাধে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ বহাল এবং বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষকরা। শিক্ষকদের টানা আন্দোলনে সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
এতে কার্যত অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়টি। র্যাগিংয়ে জড়িত থাকায় ২৩ জানুয়ারি ১৫ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা ভিসিসহ শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। অবরুদ্ধ করার প্রতিবাদে শিক্ষকরা ১৮ ফেব্রুয়ারি থেকে পাল্টা আন্দোলনে নেমে পড়েন। এ ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।