এলজি তাদের কে-সিরিজ লাইনে নতুন তিন মডেলের বাজেট স্মার্টফোন যুক্ত করেছে। এগুলোর প্রতিটিতেই থাকছে কোয়াড-ক্যামেরা সেটআপ। খবর এনগ্যাজেট।
তালিকায় যুক্ত হওয়া স্মার্টফোনে রয়েছে হাই রেজ্যুলেশনের মেইন লেন্স, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ডেপথ সেন্সর ও ম্যাক্রো লেন্স। আর এই তিন ফোনের মধ্যে এগিয়ে রয়েছে কে৬১। এটি এলজির প্রথম স্মার্টফোন যাতে ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা রয়েছে।
এলজির অধিকাংশ ফ্ল্যাগশিপ ফোনেই রয়েছে ১২ মেগাপিক্সেলের লেন্স, তবে এর কে৫১এস ফোনে ব্যবহার করা হয়ে ৩২ মেগাপিক্সেলের লেন্স।
কে৬১ ফোন রয়েছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, আর কে৫১এস মডেলে রয়েছে কিছুটা পাতলা ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস স্ক্রিণ। উভয় ফোনের সামনের কোনো রয়েছে পাঞ্চ হোল ক্যামেরা। ফোন দুটির সামনে রয়েছে যথাক্রমে ১৬ মেগাপিক্সেল ও ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া যথাক্রমে রয়েছে ৪ গিগাবাইট র্যাম ও ৬৪ বা ১২৮ গিগাবাইট স্টোরেজ এবং ৩ গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইট স্টোরেজ।
তালিকার তৃতীয় ফোন কে৪১এসে রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ও পিছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়া রয়েছে ৩ গিগাবাইটের র্যাম ও ৩২ গিগাবাইট স্টোরেজ।
ডিবিটেক/বিএমটি