রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের জনপ্রিয় প্রদর্শনী ১৬তম বেসিস সফটএক্সপো ২০২০। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) হল-১ (থিয়েটার) বেসিস, ডিজিটাল সার্ভিস এক্সিলারেটর এটুআই এবং আইসিটি বিভাগের উদ্যোগে ’সরকারি ডিজিটাল সার্ভিসেস সংক্রান্ত টেন্ডার প্রণয়ন সেবার আদ্যপ্রান্ত’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে উপস্থিত ছিলেন, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির, বেসিস ডিরেক্টর তামজিদ সিদ্দিক স্পন্দন, ডিজিটাল সার্ভিস এক্সেলেটর একসেস টু ইনফরমেশন (এটুআই) কনসালটেন্ট অনিমেষ চন্দ্র ও মাহামুদুল হাসান সোহাগ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন অনিমেষ চন্দ্র। এই সময় তিনি সরকারি ডিজিটাল সার্ভিসে কিভাবে টেন্ডার জমা দেয়া যাবে। টেন্ডারে ২১ টি নিয়ম নামতে হবে। সরকারি টেন্ডার পেতে হলে প্রতিষ্ঠানের কাগজ-পত্র আপডেট থাকতে হবে। কমপক্ষে ১০ বছর আগের ট্রেড লাইসেন্স । পাশাপাশি থাকবে হবে বেসিসের আপডেট সদস্য পদ।
কেন টেন্ডার জমা দিয়েও কাজ মিলছে না তাও তুলে ধরেন তিনি এবং কোন সিস্টেম ফলো করে কাজ পাওয়া যেতে পারে বিস্তারিত তুলে ধরা হয়।
পূর্বপরিকল্পনা ও ঘোষণা অনুযায়ী আজ সকাল ১০টা থেকেই আইসিসিবিতে দেশি বিদেশি সফটওয়্যার কোম্পানিগুলো তাদের স্টলগুলোতে নিজ নিজ সেবা ও সার্ভিস প্রদর্শন শুরু করে।