স্যামসাংয়ের দ্বিতীয় ফোল্ডেবল ফোন গ্যালাক্সি জেড ফ্লিপের ভিডিও ফাঁস হয়েছে। কনসেপ্ট ডিজাইনার বেন গেসকিন টুইটারে ফোনটির একটি ভিডিও শেয়ার করেন।
ভিডিওতে দেখা যায়, পার্পেল মিরর রঙের ফোনটি ক্লামশেল ডিজাইনের। ভেতরের দিকে ভাঁজ করা অবস্থায় ফোনটি দেখতে একটি চারকোণা বক্সের মতো। ফোনের উপরে আছে ১.০৬ ইঞ্চি ডিসপ্লে। এতে টাইম ও নোটিফিকেশন দেখা যাবে। ভাঁজ খুললে ফোনটি ৬ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লেতে পরিণত হয়।
পাঞ্চহোল ডিজাইনের ক্যামেরায় থাকবে ১০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লের ফোনটির অ্যাসপেক্ট রেশিও ২২:৯। প্রসেসরে এতে থাকবে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস। র্যাম হবে ৮ জিবি। স্টোরেজ হবে ২৫৬ জিবি। ফোনটির দাম হবে ৮৪৫ ডলারের আশেপাশে।
আগামী ১১ ফেব্রুয়ারি স্যান ফ্রান্সিসকোর এক ইভেন্টে ফোনটির ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।