অনলাইনে খাদ্য সরবরাহ সংস্থা জোমাটো নিজেদের ব্যবসা আরও বাড়াতে উবার ইটস কিনে নিল তারা। ভারতের ফুড ডেলিভারি স্টার্টআপ জোমাটো মঙ্গলবার (২১ জানুয়ারি) জানিয়েছে যে উবার টেকনোলজিস ইনক-এর ভারতীয় বার ইটসকে অল-স্টক চুক্তিতে কিনতে সম্মত হয়েছে তারা।
এর পরিবর্তে উবারকে নিজেদের শেয়ার থেকে ১০ শতাংশ লভ্যাংশ দেবে জোমাটো। ২০০৮ সালে শুরু হয় জোমাটোর পথ চলা। জোমাটো ভারতীয় স্টার্ট-আপ। উবার ইটসের সঙ্গে জোমাটোর মধ্যে হওয়া চুক্তির মূল্য হল প্রায় ৩৫০ মিলিয়ন ডলার।
২০১৭ সালে ভারতে ব্যবসা শুরু করে উবার ইটস। কিন্তু এই ব্যবসার অন্যতম দুই প্রতিদ্বন্দ্বী জোমাটো এবং সুইগির সঙ্গে পেরে উঠছিল না তারা।
উবার ইটসকে কিনে নেওয়ার পর জোমাটোর প্রতিষ্ঠাতা দীপিন্দর গোয়েল বলেন, আমরা এই ধরণের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে পথিকৃৎ এবং ভারতের ৫০০ টিরও বেশি শহর জুড়ে খাদ্য সরবরাহের ব্যবসা করি আমরা এবং এই ব্যবসা এভাবে ছড়িতে দিতে পেরে আমরা গর্বিত।
যদিও উবারের প্রধান কার্যনির্বাহী আধিকারিক দারা খোসরোশাহীর দাবি যে ভারতে উবার ইটস টিম গত দুই বছরে দারুণ ব্যবসা করেছে। ভারতে উবারের জন্য সবসময়েই ব্যতিক্রমী গুরুত্বপূর্ণ বাজার রয়েছে। কিন্তু আমরা এখন আমাদের রাইডস ব্যবসাটির উন্নতিতেই মূলত জোর দেব, এর জন্যেই বিনিয়োগ করব”, বলেন তিনি।