চলতি বছরে মোবাইল গেমি দুনিয়ায় বিপ্লব এসেছে। চলতি বছরেই সামনে এসেছে কল অব ডিউটি আর ফ্রি ফায়ার এর মতো ব্যাটল রয়্যাল গেম। ২০১৯ সালে সবথেকে বেশি ডাউনলোড হয়েছে ফ্রি ফায়ার। এছাড়াও চলতি বছর জনপ্রিয় গেমের তালিকায় রয়েছে ফান রেস ৩ডি। জনপ্রিয় গেমের তকমা ছিনিয়ে নিয়েছে সাবওয়ে সারফেস। তথ্য বিশ্লেষণ সংস্থা অ্যাপ এ্যানি এই রিপোর্ট প্রকাশ করেছে।
২০১৯ সালের সেরা পাঁচটি গেম দেখে নিন
১: পাবজি মোবাইল
২: গারেনা ফ্রি ফায়ার
৩: সাবওয়ে সারফেস
৪: কালার বাম্প ৩ডি
৫: ফান রেস ৩ডি