বাংলাদেশের বাজারে দুই সংস্করণে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে স্মার্টওয়াচ ‘ওয়াচ জিটি ২’। রোববার (২৪ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে দেশের বাজারে দুর্দান্ত ওয়াচ জিটি ২ ঘোষণা দেয় হুয়াওয়ে।
হুয়াওয়ে ওয়াচ জিটি-২ ব্যক্তিগত স্মার্ট স্পোর্টস ট্রেইনার হিসেবে কাজে আসতে পারে। এতে এমন কিছু ফিচার রাখা হয়েছে যাতে কর্মঘণ্টা ট্র্যাকিংয়ের পাশাপাশি যথাযথ অবস্থান চিহ্নিত করা যায়। বিশেষ একটি ফিচারের সাহায্যে জানা যায়, হাঁটার ও ক্যালরির বিভিন্ন হিসাবও। এ তথ্যের সঠিক বিশ্লেষণ ব্যবহারকারীকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে।
হুয়াওয়ে ওয়াচ জিটি ২ এর ক্ল্যাসিক সংস্করণটি মিলছে ১৮,৯৯৯ টাকায় এবং স্পোর্টস সংস্করণ ১৬,৯৯৯ টাকায়।