অনেকেই এখন স্মার্টফোনে বেশ আসক্ত হয়ে পড়ছেন। এ সমস্যার সমাধান করতে পেপার ফোন আনছে গুগল। ভাঁজ করা একটা কাগজের টুকরো যেন। সেটাই নাকি একটা ফোন! যদিও তা দিয়ে সেলফি তোলা যাবে না। করা যাবে না ফোন।
আইএএনএসের প্রতিবেদনে জানানো হয়, তথ্যপ্রযুক্তি সংস্থা গুগলের “ডিজিটাল ওয়েলবিয়িং এক্সপেরিমেন্টেস” প্রকল্পের ফসল এই “ফোন”। কনট্যাক্ট লিস্ট বা নোটবুকের মতো দরকারি তথ্য একত্রিত করে দেবে নতুন অ্যাপ। এই সব তথ্য বন্দী থাকবে একটা মাত্র কাগজের টুকরাতে। ব্যস, সারা দিনে চলার জন্য আপনার ফোনে থাকা দরকারি তথ্য চলে আসবে একটা কাগজে।
দৈনন্দিন জীবনের যে সব তথ্য বেশি প্রয়োজনীয়, সেই সব তথ্যকে এক জায়গায় জড়ো করতে সাহায্য করবে এই অ্যাপ। তবে পেপার ফোন আসলে কোন ধরনের স্মার্ট ফোন নয়। এটি গুগলেরই একটি অ্যাপ। অ্যাপটিকে গুগল বলছে ‘ডিজিটাল ডিটক্স’। যা ইতিমধ্যেই চলে এসেছে অ্যান্ড্রয়েড ও ক্রোমের মতো গুগল প্রোডাক্টে।
এ নিয়ে অ্যাপ নির্মাতারা জানিয়েছেন, যারা ফোনের সঙ্গে অতিরিক্ত সময় কাটান এবং প্রযুক্তির সঙ্গে সামাজিক জীবনের ভারসাম্য বজায় রাখতে চাইছেন, তাঁদের জন্যই এই অ্যাপ।
ডিজিবাংলা/প্রান্ত