জার্মানির ফেডারেল কোর্ট অব জাস্টিস (বিজিএইচ) সোমবার রায় দিয়েছে যে, ২০১৮ এবং ২০১৯ সালে অবৈধভাবে তথ্য সংগ্রহের শিকার হওয়া ফেসবুক ব্যবহারকারীরা ক্ষতিপূরণের পাওয়ার যোগ্য। খবর রয়টার্স।
বিজিএইচ জানিয়েছে, অনলাইনে ব্যক্তিগত ডেটার উপর নিয়ন্ত্রণ হারানোই ক্ষতিপূরণের জন্য যথেষ্ট কারণ এবং এর জন্য কোনো নির্দিষ্ট আর্থিক ক্ষতির প্রমাণ দেয়ার প্রয়োজন নেই।
জার্মানিতে হাজারো ফেসবুক ব্যবহারকারী মেটার (মেটা) বিরুদ্ধে তাদের ডেটা সুরক্ষার যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। ফেসবুকের “ফ্রেন্ড সার্চ” ফিচারের মাধ্যমে অপরিচিত তৃতীয় পক্ষ ব্যবহারকারীদের অ্যাকাউন্টে প্রবেশ করে এবং তথ্য হাতিয়ে নেয়। এরই পরিপ্রেক্ষিতে এই ক্ষতিপূরণের দাবি করা হয়।
কলোনের একটি নিম্ন আদালত এই দাবিগুলোকে প্রাথমিকভাবে খারিজ করেছিল। তবে বিজিএইচ এই রায় পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছে।
বিজিএইচ জানিয়েছে, এক হাজার ইউরোর (এক হাজার ৫৬ ডলার) ক্ষতিপূরণের দাবি অতিরিক্ত হলেও, আর্থিক ক্ষতির প্রমাণ ছাড়াই প্রায় ১০০ ইউরো ক্ষতিপূরণ যথার্থ হতে পারে। আদালত আরও উল্লেখ করেছে যে, ফেসবুকের শর্তাবলী স্বচ্ছ ও বোধগম্য ছিল কিনা এবং ব্যবহারকারীদের ডেটা ব্যবহারে তাদের সম্মতি ছিল কিনা, তা খতিয়ে দেখতে হবে।
মেটা পূর্বে দাবি করেছিল, ক্ষতিগ্রস্তরা কোনো নির্দিষ্ট ক্ষতির প্রমাণ দিতে পারেনি, তাই ক্ষতিপূরণ দেওয়ার কোনো কারণ নেই।
বিজিএইচ-এর রায় সম্পর্কে মেটার একজন মুখপাত্র বলেছেন, “এই রায় ইউরোপীয় কোর্ট অব জাস্টিসের সাম্প্রতিক আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।” তিনি আরও জানান, “এর আগেও জার্মান আদালতে ছয় হাজারের অধিক একই ধরনের দাবি খারিজ হয়েছে, এবং অনেক বিচারক ক্ষতিপূরণের কোনো অধিকার নেই বলে রায় দিয়েছেন।”
মেটা আরও জানিয়েছে, এই ঘটনার জন্য ফেসবুকের সিস্টেম হ্যাক করা হয়নি এবং এটি কোনো ডেটা লঙ্ঘনের ঘটনা নয়।
ডিবিটেক/বিএমটি