দেওয়ালের অপর প্রান্তের লোক সনাক্ত করতে ব্যবহৃত হবে ওয়াইফাই সিগন্যাল। মূলত দেওয়ালের অন্য পাশের লোকটির হাঁটার মুভমেন্ট বিশ্লেষণ করতে ওয়াইফাই সিগন্যাল ব্যাবহার করা হবে এবং বিশ্লেষণ করার পর ভিডিও রেকর্ডে যা আছে তার সাথে যদি মিলে যায় তাহলে ওই ব্যক্তির মুভমেন্ট চিহ্নিত করা সম্ভব হবে।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সান্তা বারবারা ক্যাম্পাসে কর্মরত ব্যক্তিদের ওপর এই গবেষণা করা হয়।
গবেষণার শুরুতে পুরু দেয়ালে আবৃত একটি রুমের থ্রিডি ম্যাপিংয়ে এই ওয়াইফাই সিগন্যাল ব্যবহার করা হয়। এরপর ওই কক্ষের মধ্যে কেউ আছেন কি না তা সনাক্ত করা হয়। ওয়াইফাই সিগন্যাল ব্যবহার করে সফলভাবে মানুষকে চিহ্নিত করতে পেরেছেন গবেষকরা। কৌশলটিকে ক্রস মডেল সনাক্তকরণ হিসেবে উল্লেখ করেছেন গবেষকরা। তবে বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থার জন্য এই প্রযুক্তি ব্যবহারের অমিত সম্ভাবনা রয়েছে বলেও মনে করেন তারা।
গবেষকদের মতে, যদি এই প্রযুক্তির আইন প্রয়োগের দিকগুলি যদি আপনি ভেবে থাকেন তাহলে বেশ উপযোগীতার পাশাপাশি দেখবেন এই প্রযুক্তি কিভাবে তাদের ব্যক্তিগত স্বাধীনতা, অধিকার এবং গোপনীয়তার উপর লঙ্ঘন করতে পারে তা নিয়ে মানুষ উদ্বিগ্ন হবে । কেননা যদি এই প্রযুক্তি ভুল হাতে পড়ে তাহলে বিপর্যয় নেমে আসতে পারে। কেননা প্রায় সবাই ইন্টারনেট ব্যবহারের জন্য এখন ওয়াইফাই ব্যবহার করে ।
ডিজিবাংলা/প্রান্ত