অপেক্ষার অবসান ঘটিয়ে গত সোমবার (১৬ সেপ্টেম্বর) উন্মোচন হলো ভিভো নেক্স ৩ আর ভিভো নেক্স ৩ ফাইভজি স্মার্টফোন। অবশ্য এই ফোন হাতে পেতে অপেক্ষা করতে হবে পাঁচ দিন। আগামী ২১ সেপ্টেম্বর সবার আগে ওয়াটর ফল ডিসপ্লে সমন্বিত স্মার্টফোন দুটি হাতে পাবেন চীনের ক্রেতার। তবে এশিয়া প্রশান্ত মহাসগরীয় দেশ এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মাস খানেক সময় লাগবে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে জানা গেছে, ফোনের দুই পাশে রয়েছে চাপ সহনশীল কি যা ব্যবহারকারীকে দেবে ভাইব্রেটিং অনন্য ভাইব্রেটিং অভিজ্ঞতা।
চমক হিসেবে ফোনের পিছনে রয়েছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা। ভিভো নেক্স ৩ আর ভিভো নেক্স ৩ ফাইভজি ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস চিপসেট, ৪৫০০ এমএএইচ ব্যাটারি আর ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং।
ভিভো নেক্স ৩ ফাইভজি ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম সমন্বিত ফোনটির দাম ৪৯৯৮ ইউয়ান। ৮ জিবি র্যাম ও ২৬৫ স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৫৬৯৮ ইউয়ান। ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি রম এর দাম ৬,১৯৮ ইউয়ান।
ছবি তোলার জন্য ভিভো নেক্স ৩ আর ভিভো নেক্স ৩ ফাইভজি ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকবে একটি ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে ১৩ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর ১৩ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।