গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি সোমবার (১৬ সেপ্টেম্বর) দেশে শক্তিশালী অডিও ক্ষমতা সম্পন্ন মি পকেট স্পিকার ২ নামের পোর্টেবল ব্লুটুথ স্পিকার নিয়ে এলো।
সাধারণ তবে মানসমপন্ন ডিজাইনের মি পকেট স্পিকার ২ -তে রয়েছে ইন-বিল্ট প্রফেশনাল টিম্ফানি ৫ ওয়াট স্পিকার ড্রাইভার যা দেয় ডিপ বেজ এবং ক্লিয়ার ট্রেবলের এক অনন্য অভিজ্ঞতা। এতে রয়েছে ১২০০ এমএএইচ লিথিয়াম-পলিমার ব্যাটারি যাতে টানা ৭ ঘন্টা পর্যন্ত মিউজিক শোনা সম্ভব।
উন্নতমানের সাউন্ড ক্ল্যারিটির জন্য কমপ্যাক্ট তবে শক্তিশালী মি পকেট স্পিকার ২, টিম্ফানির (একটি প্রশংসিত গ্লোবাল অডিও সংস্থা) সাথে অংশীদারিত্বের মাধ্যমে ইন্টিগ্রেটেড ফ্যাব্রিক নেট ডিজাইনের পাশাপাশি একটি চমৎকার অডিও-এর অভিজ্ঞতা নিয়ে এসেছে।
টপ-মাউন্টেড কন্ট্রোল বাটনযুক্ত এই স্পিকারটি অত্যন্ত গ্রাহক-বান্ধব যার মাধ্যমে ব্যবহারকারী খুব সহজেই মিউজিকের ভলিউম বা প্লেব্যাক নিয়ন্ত্রণ করতে পারবে। এটি প্রায় সকল ব্লুটুথ-এনেবেলড ডিভাইসের জন্য উপযুক্ত যার ব্যাপ্তি ১০ মিটার পর্যন্ত এবং উন্নত সংযোগের জন্য এতে রয়েছে ব্লুটুথ ৪.১। অধিক সুবিধার্থে, হ্যান্ডস ফ্রি কলের জন্য এতে আরও রয়েছে একটি ইন-বিল্ট মাইক্রোফোন যার অ্যালুমিনিয়াম টপে হালকাভাবে প্রেস করলেই ব্যবহারকারীরা ইনকামিং কল রিসিভ করতে পারবে।
শাওমি বাংলাদেশ এর কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, মি পকেট স্পিকার ২ বাংলাদেশে নিয়ে আসা আমাদের সর্বপ্রথম নন-স্মার্টফোন প্রোডাক্ট। নতুন এই মি পকেট স্পিকার ২ গ্রাহকদের একটি শ্রুতিমধুর অভিজ্ঞতা দিবে। আকারে ছোট এবং সহজেই বহনযোগ্য এই স্পিকারটিকে মিউজিকপ্রেমীরা তাদের যাত্রাপথের সঙ্গী হিসেবে বেছে নিতে পারবে।
সারাদেশের অনুমোদিত সকল মি স্টোর-এ ২,০৯৯ টাকায় সাদা রং-এ মি পকেট স্পিকার ২ পাওয়া যাবে।