চীন থেকে ব্যবসা সরিয়ে নিতে যাচ্ছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মিৎসুবিশি। এর মধ্যেই যৌথ উদ্যোগে গাড়ি উৎপাদন বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। পাশাপাশি ইউনিটটির শেয়ার তারা চীনা অংশীদারের কাছে হস্তান্তর করবে বলে জানিয়েছে। চীনে নিজেদের কার্যক্রম কমিয়ে আনতে বিদেশী প্রতিষ্ঠানের মধ্যে সর্বশেষ এ ঘোষণা দিল মিৎসুবিশি। খবর রয়টার্স ও বণিকবার্তা।
জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির এ সিদ্ধান্ত এমন সময় এলো, যখন চীনে তীব্র মূল্য প্রতিযোগিতা চলমান। এর আগে হুন্দাই মোটর ও স্টেলান্টিসের মতো বিশ্বব্যাপী গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসা পুনর্গঠন করে খরচ কমানোর জন্য এমন পদক্ষেপ নিয়েছে।
মিৎসুবিশি মোটরস সম্প্রতি পৃথকভাবে জানিয়েছে, তারা ফরাসি প্রতিযোগী রেনোঁর নতুন বিদ্যুচ্চালিত গাড়ির ইউনিটে ২১ কোটি ৪০ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগ করবে। কারণ ইউরোপ ও অন্যান্য বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে চায় তারা।
জাপানি কোম্পানিটি চীনে ২০১২ সালে গুয়াংঝো অটোমোবাইল গ্রুপ (জিএসি) এবং ট্রেডিং হাউজ মিৎসুবিশি করপোরেশনের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার (জেভি) শুরু করে। মিৎসুবিশি কর্তৃপক্ষ জানিয়েছে, মিৎসুবিশি মোটরস ও মিৎসুবিশির শেয়ার যৌথভাবে তাদের চীনা অংশীদারের কাছে হস্তান্তর করে, জিএসির সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক প্রতিষ্ঠানে পরিণত হবে।
ডিবিটেক/বিএমটি