আগামী ১৮ অক্টোবর উন্মোচিত হতে যাচ্ছে ‘প্লান্টস ভার্সেস জোম্বিস : ব্যাটল ফর নেইবারভিলে’ গেম। ইতিমধ্যেই পপক্যাপ গেমস প্লান্টস ভার্সেস জোম্বিসের তৃতীয় সিক্যুয়েলের ফাউন্ডারস এডিশন শেয়ার করতে প্রস্ততু। আজ থেকে আগ্রহীরা গেমটির ডিজিটাল-অনলি সংস্করণ খেলতে পারবেন। খবর এনগ্যাজেট।
আগামী ছয় সপ্তাহ ধরে প্রতি সপ্তাহে নতুন ফিচার ও কনটেন্ট যোগ করবে পপক্যাপ। এর মাধ্যমে অফিশিয়াল উন্মোচনের জন্য আরও উন্নত হবে গেমটি।
ফাউন্ডার’স সংস্করণটি মূল দাম ৪০ ডলারের পরিবর্তে ৩০ ডলারে পাওয়া যাচ্ছে, যার ফলে এটিকে পেইড বেটা সংস্করণ বলা চলে।
পপক্যাপ জানিয়েছে, এই সংস্করণে থাকা মোড এবং ফিচার প্রায় পুরোপুরি চূড়ান্ত। সামনে এর পারফরমেন্সের উন্নয়ন করা হবে। যারা গেমটি খেলে মতামত দিবেন তাদের মধ্য থেকে নির্বাচিতদের পুরস্কৃত করা হবে।
ডিবিটেক/বিএমটি