এবার হোয়াটসঅ্যাপে এ যোগ হতে চলেছে বুমেরাং। এই ফিচারে গ্রাহক লুপে নিয়ে মজাদার ভিডিও বানাতে পারবেন। আপাতত আইফোন গ্রাহকদের কাছে পরীক্ষামুলকভাবে এই ফিচার দেয়া হয়েছে। জানা গিয়েছে আইওএস এর সাথেই অ্যান্ড্রয়েড ফোনেও বুমেরাং নিয়ে আসছে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি।
সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছে হোয়াটসঅ্যাপে আসতে চলেছে বুমেরাং। হোয়াটসঅ্যাপে এ ভিডিও পাঠানোর আগে ডান দিকে উপরে যেখানে জিআইএফ কনভার্ট করার অপশান আসে তার পাশেই বুমেরাং ফিচার যোগ হবে।
বুমেরাং এ পোস্ট করতে ভিডিওর দৈর্ঘ্য সাত সেকেন্ড বা তার কম হতে হবে। জানা গিয়েছে, বুমেরাং এ তৈরী এই লুপ ভিডিও হোয়াটসঅ্যাপ কনন্টেট অথবা স্ট্যাটাসে শেয়ার করতে পারবেন গ্রাহকরা।