আজ বুধবার (৭ আগস্ট) নিউ ইয়র্কে এক ইভেন্টে উন্মোচন হবে স্যামসাং গ্যালাক্সি নোট ১০ নোট প্লাস। ২০ অগাস্ট ভারতে উন্মোচন হবে এই স্মার্টফোনটি।
স্যামসাং গ্যালাক্সি নোট ১০ নোট প্লাসে থাকছে ৬.৮ ইঞ্চি ডিসপ্লে। ফোনটিতে থাকতে পারে ১২ জিবি র্যাম আর ৫১২ জিবি স্টোরেজ।
ফোনটিতে থাকবে ৫ জি সাপোর্ট। এই ফোনের ভিতরে থাকবে একটি ৪৩০০ এমএএইচ ব্যাটারি।
গ্যালাক্সি সিরিজের এই ফোনেই থাকবে এজ টু এজ ইনফিনিটি ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকবে পাতলা বেজেল। অন্যান্য ফোনের মতোই এই ফোনেও থাকবে এস-পিন সাপোর্ট।
গেমারদের জন্য এই ফোনে থাকবে লেটেস্ট স্পেসিফিকেশন। মাইক্রোসফটের সাথে যুক্ত হয়ে পিসি এর সাথে কানেক্ট করার ব্যবস্থা নিয়ে আসছে স্যামসাং।
২২ অথবা ২৩ অগাস্ট বিশ্বব্যাপী এই ফোন বিক্রি শুরু হবে।