ওয়েবসাইটে পড়তে পড়তে অনেক সময় কিছু শব্দের অর্থ আমাদের অজানা থাকতে পারে। তখন এটি আলাদা করে ডিকশনারি তে না খুঁজেও তা জানা যায় মুহূর্তেই।
তাই পেজ থেকেই বিভিন্ন শব্দের অর্থ বা বিস্তারিত তথ্য জানতে আমরা সাধারণত শব্দটি কপি করে গুগলে সার্চ করে থাকি। কিন্তু ক্রোম ব্রাউজারে ওয়েবসাইটে থাকা কোনো শব্দের অর্থ স্বয়ংক্রিয়ভাবে সার্চ করা যায়।
এ জন্য শব্দ নির্বাচন করে মাউসের ডান পাশে ক্লিক করে Search Google for (আপনার প্রয়োজনীয় শব্দ) অপশনে ক্লিক করলেই আলাদা একটি ট্যাবে সার্চের ফলাফল দেখা যাবে।