প্রিন্টার-স্ক্যানার ছাড়াই স্মার্টফোনেই দেয়া যায় ই-সাইন। আবার তা সংযুক্ত করা যায় পিডিএফ ফাইলেও। তাহলে এবার দেখে নেয়া যাক কীভাবে কাজটি করতে হয়।
মুঠোফোনে পিডিএফ-এ ই সাইন যুক্ত করতে হলে স্মার্টফোনটিতে অ্যাডোবি সুবিধা থাকতে হবে। আর এ জন্য স্মার্টফোনে Adobe Fill & Sign ইনস্টল করতে হবে সবার আগে। আর আগে যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন ইন করে নতুন অ্যাকাউন্ট তৈরি করে তারপর এটি ইনস্টল করতে হবে।
এরপর যে পিডিএফে ডিজিটাল স্বাক্ষর করতে চান সেই ফাইল এই অ্যাপ থেকে ওপেন করুন।
এ পর্যায়ে টুলবারে একটি পেন আইকন দেখতে পাবেন। এখানে ক্রিয়েট সিগনেচার অপশন সিলেক্ট করুন।
এবার নিজের আঙুল অথবা স্টাইলাসের মাধ্যমে সই করে ডান সিলেক্ট করুন।
তারপর যেখানে স্বাক্ষর বসাতে চান সেখানে ট্যাপ করে অপরে নিজের স্বাক্ষর সিলেক্ট করুন। চাইলের স্বাক্ষরের মাপ বদল করা যাবে।
কম্পিউটার বা ম্যাকবুক থেকে এই কাজটি করতে হলে পিসিতে থাকতে হবে অ্যাকরোবাট রিডার (Acrobat Reader)।
এক্ষেত্রে যে পিডিএফ ই-সাইন করে সেই ফাইলের উপরে রাইট ক্লিক করতে হবে। এরপর ওপেন উইথ সিলেক্ট করে অ্যাডব অ্যাকরোবাট রিডার নির্বাচন করুন।
এ পর্যায়ে ফাইল অ্যান্ড সাইন আইকনে (পেন) ক্লিক করে অ্যাস সাইন অপশন সিলেক্ট করুন। এরপর ইনিশিয়াল যুক্ত করতে অ্যাড ইনিসিয়াল সিলেক্ট করুন।
অতঃপর এখানেই নিজের স্বাক্ষর টাইপ করার অপশন পাবেন। এবার মাউসের মাধ্যমে নিজের স্বাক্ষর করে অ্যাপ্লাই সিলেক্ট করুন।
এবার যেখানে স্বাক্ষর বসাতে চান পিডিএফের উপরে সেখানে এই স্বাক্ষর দেখা যাবে। চাইলে স্বাক্ষর সরাতে পারবেন।
শেষ হলে পিডিএফ ফাইল সেভ করে নিন। চাইলে নতুন নামে সেভ করতে পারেন স্বাক্ষর করা পিডিএফটি।
তাহলে নিজে নিজেই তৈরি করে ফেলুন ই-সাইন এবং ব্যবহার করুন প্রয়োজনীয় ফরম্যাটে।