বিভিন্ন কাজে আমাদের প্রজেক্টর ব্যবহার করতে হয়। অনেকেই প্রজেক্টর কেন ব্যবহার করা হয় এবং কোন কাজে কোন প্রজেক্টর ব্যবহার করতে হয় এটি জানেন না। আজকের এই ব্লগে প্রজেক্টর নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো আপনাদের সাথে।
প্রজেক্টর হলো একটি অপটিক্যাল ডিভাইস যা থেকে বের হওয়া আলোর মাধ্যমে আমরা ছবি এবং ভিডিও দেখতে পাড়ি। প্রজেক্টর ব্যবহার করে সিনেমা দেখা, বিভিন্ন প্রেজেন্টেশন এর কাজ করা, ছবি এবং স্লাইড দেখানো সহ আরও অনেক কাজ করা যায়। প্রজেক্টর আরও অনেক কাজেই ব্যবহার করা যায় যা সম্পর্কে অনেকেই অবগত নন।
তো চলুন, কোন কাজে কোন প্রজেক্টর ব্যবহার করতে হয় এবং প্রজেক্টর এর মাধ্যমে বিভিন্ন পার্থক্য ও প্রজেক্টর নিয়ে অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেয়া যাক।
কাজের ধরণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের প্রজেক্টর কিনতে পাওয়া যায়। আপনি কোন কাজের জন্য প্রজেক্টর কিনবেন তার উপর নির্ভর করবে প্রজেক্টর এর দাম ও ধরণ। প্রজেক্টর সাধারণত ৪ ধরনের হয়ে থাকে। এগুলো হচ্ছে —
মিনি প্রজেক্টর
ওভারহেড প্রজেক্টর
শর্ট থ্রো প্রজেক্টর
৪কে প্রজেক্টর
কী ধরনের কাজের জন্য প্রজেক্টর নিতে চাচ্ছেন তার উপর ভিত্তি করে মিনি, ওভারহেড, শর্ট থ্রো এবং ৪কে প্রজেক্টর এর মাঝে থেকে একটি প্রজেক্টর বাছাই করতে পারেন। নিচে এই প্রজেক্টরগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে। চলুন, জেনে নেয়া যাক।
মিনি প্রজেক্টর
আকারে ছোট এবং সহজেই সেটআপ করা যায় জন্য অনেকেই এই প্রজেক্টরগুলো কিনে থাকেন। এই প্রজেক্টরগুলো অনেক সহজেই যেকোনো ব্যাগে করে এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে যাওয়া যায়। এছাড়াও, এই প্রজেক্টরগুলো দিয়ে ছবি এবং ভিডিও দেখা সহ সব ধরনের কাজ করা যাবে। প্রায় ১ থেকে ৫ মিটার দূরত্বে রেখে এই প্রজেক্টরগুলো থেকে ছবি ও ভিডিও দেখা যায়।
ছোট কাজের জন্য অনেকেই ছোট আকারের প্রজেক্টর কিনতে চান। অল্প কাজের জন্য ভালো মানের একটি প্রজেক্টর কিনতে চাইলে মিনি প্রজেক্টর এর বিকল্প নেই।
ওভারহেড প্রজেক্টর
ওভারহেড প্রজেক্টর হলো একটি অপটিক্যাল ডিভাইস যা একটি আলোর উৎস ব্যবহার করে সিলিং থেকে ঝুলানো একটি স্ক্রিনে ছবি বা ভিডিও প্রক্ষেপণ করে। সাধারণত, স্লাইড প্রজেকশনের জন্য এই প্রজেক্টর ব্যবহার করা হত। এখন ক্লাসরুম এবং সেমিনারে ব্যবহার করার জন্য এই প্রজেক্টরগুলো ব্যবহার করা হয়। এই প্রজেক্টরগুলো সিলিং এ আটকানো থাকে।
ওভারহেড প্রজেক্টরগুলোতে সহজ ইউজার ইন্টারফেস দেয়া থাকে। ফলে, এটি যে কেউ অনেক সহজেই পরিচালনা করতে পারেন। ওভারহেড প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেয়া এবং বিভিন্ন সেমিনারে প্রজেক্ট এবং স্লাইডার দেখানো হয়ে থাকে। এই ধরনের কাজের জন্য প্রজেক্টর প্রয়োজন হলে একটি ওভারহেড প্রজেক্টর ক্রয় করতে পারেন।
শর্ট থ্রো প্রজেক্টর
শর্ট-থ্রো প্রজেক্টর হল বিশেষ ধরণের প্রজেক্টর যা ছোট পরিসরের জায়গায় প্রজেকশনের জন্য উত্তম। সাধারণ প্রজেক্টরের তুলনায়, যা একটি নির্দিষ্ট দূরত্ব থেকে স্ক্রিনে ছবি প্রক্ষেপণ করে, শর্ট-থ্রো প্রজেক্টরগুলি মাত্র ০.৫ থেকে ২ মিটার দূর থেকে ব্যবহার করা যেতে পারে। সাধারণ প্রজেক্টরের তুলনায় অনেক বেশি সুবিধা প্রদান করে থাকে এই শর্ট থ্রো প্রজেক্টরগুলো।
অল্প জায়গার মাঝে প্রজেক্টর রেখে প্রজেকশন এর জন্য এই প্রজেক্টর কিনতে পারেন। কারণ, সাধারণ প্রজেক্টরগুলো ব্যবহার করতে গেলে অনেক বেশি জায়গা প্রয়োজন হয়। তবে, এই প্রজেক্টরগুলো অল্প জায়গার মাঝেই ব্যবহার করা যায়।
৪কে প্রজেক্টর
4K প্রজেক্টর হলো হাই-রেজোলিউশন সম্পন্ন প্রজেক্টর যা থেকে অসাধারণ এবং হাই-কোয়ালিটি ভিজ্যুয়াল পাওয়া যায়। এই প্রজেক্টর ব্যবহার করে আপনি যেকোনো ধরণের ছবি বা ভিডিও 4K রেজোলিউশনে উপভোগ করতে পারবেন। কারণ, 4K প্রজেক্টর সাধারণত ফুল এইচডি-এর তুলনায় চারগুণ বেশি রেজোলিউশন অফার করে থাকে। এতক্ষণ যাবত বিভিন্ন ধরণের প্রজেক্টর নিয়ে আলোচনা করেছি। কোন কাজে কোন প্রজেক্টর ব্যবহার করতে হয় জানতে হলে পোস্টটি সম্পূর্ণ পড়তে হবে। এতে করে বিভিন্ন ধরনের প্রজেক্টর সম্পর্কে জানতে পারবেন এবং আপনার জন্য কোন প্রজেক্টটি সেরা হবে তা বাছাই করতে পারবেন।