প্লে স্টোরের অ্যাপের ছড়াছড়ি। রাজ্যের নানা মাত্রিক এসব অ্যাপের আড়ালে ঘাঁপটি মেরে আছে ভুয়া অ্যাপ। এসব অ্যাপ চুরি করছে গোপনীয় ও ব্যক্তিগত তথ্য। ছড়াচ্ছে স্ক্যাম। তারপরও না বোঝার কারণে এসব ভুয়া অ্যাপও জনপ্রিয় হয়ে উঠছে। সঙ্গত কারণে সম্প্রতি ক্যাম স্ক্যানারের মতো জনপ্রিয় অ্যাপ সরিয়ে ফেলতেই অ্যাপ ব্যবহারকারী পরামর্শ দিয়েছে গুগল। ফলে অ্যাপ ব্যবহারকারীদের মধ্যে সংশয় জেগেছে; প্রশ্ন উঠতে শুরু করছে- কোন অ্যাপটি আসল।
অ্যাপ পাবলিশার, পাবলিশ সময়, রেটিং রিভিউ এবং ডিক্লারেশন ও এগ্রিমেন্ট দেখে অ্যাপটির ভালো-মন্দ জানা সম্ভব। এই কয়টি বিষয় বিবেচনায় নিলেই বুঝতে পারবেন অ্যাপটি আসল না ভুয়া।
পাবলিশার: অ্যাপ ডাউনলোডের আগে প্রথমে দেখে নিন এটির পাবলিশার কে বা কোন সংস্থা। অ্যাপের নীচেই এই পাবলিশারের নাম পাওয়া যায়। অনেক সময় হ্যাকাররা অরিজিনাল অ্যাপের নামে সামান্য পরিবর্তন করে দেয় যাতে গ্রাহকরা বিভ্রান্ত হয়ে পড়েন। একারণেই অ্যাপের নামের বানানে গুরুত্ব দেয়াটা গুরুত্ববহ। আর এসবের জন্য পাব্লিকেশনের দিকে খেয়াল রাখতে হবে।
অ্যাপ মুক্তির সময়: দেখতে হবে সংশ্লিষ্ট অ্যাপটি বাজারে কবে এসেছে। খুব পুরনো তারিখের অ্যাপ সচরাচর ডাউনলোড করবেন না। আর যদি সংশ্লিষ্ট অ্যাপ সম্পর্কে সংবাদমাধ্যমে কোনও খবর না থাকে তবে তা ডাউনলোড না করাই ভালো।
রেটিং ও রিভিউ: মন দিয়ে কাস্টমার রিভিউ পড়ুন। এই রিভিউর ভিত্তিতেই অ্যাপের মান ও জনপ্রিয়তা বাড়ে। বাড়তে থাকে রেটিং। এখান থেকেই জানতে পারবেন যে এই অ্যাপটি আসল না ভুয়ো।
এগ্রিমেন্ট ও টার্মস: অ্যাপ ডাউনলোড করে এটি ব্যবহারের জন্য সাইন-ইন করার সময় পাবলিশারের ডিক্লারেশন খেয়াল করুন। নজর রাখুন অ্যাপটি আমনার ব্যক্তিগত কোনো তথ্য জানতে চাচ্ছে কিনা। যদি জানতে চায়, তবে সাবধান।