সরকারকে ১৫ শতাংশ মূসক দিতে প্রস্তুত গুগল। তবে প্রক্রিয়াগত কারণে নির্দেশনা বাস্তবায়নে সময় চেয়েছে প্রতিষ্ঠানটি। গুগল আশা করছে, নীতিগত সিদ্ধন্ত গ্রহণের ক্ষেত্রে সরাকর স্থিতিশীল থাকবে। হঠাৎ করেই অপ্রত্যাশিত কোনো নিয়ম কানুন বদল করা হবে না।
বুধবার (১৭ জুলাই) বেসিস কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এমন কথা জানিয়েছেন গুগল’র ভারত ও বাংলাদেশের সরকারি সম্পর্ক বিষয়ক বিভাগের কর্মকর্তা পিযুষ পোদ্দার।
এ বিষয়ে বৈঠকে উপস্থিত বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর ডিজিবাংলা.টেক-কে জানান, পিযুষ পোদ্দার জানিয়েছেন, বাংলাদেশ সরকারের সকল নিয়ম-কানুন মেনেই গুগল বাংলাদেশে সেবা দিতে প্রস্তুত। ১৫ শতাংশ কর দিতে তাদের কোনো সমস্যা নেই। সরকারকে কর দিতেও রাজী হয়েছে তারা। তারা রাজস্ব খাতে এই অর্থ জমা দিতে প্রস্তুত। তবে এই নিয়ম যেন বছরে বছরে পরিবর্তন না হয়। আনপ্রাক্টিকেবল কিছু করা না হয়।
তিনি আরো জানান, বেসিস’র সহযোগিতায় গুগল শিগগির বাংলাদেশের জন্য নির্দিষ্ট কিছু সেবা তারা চালু করতে যাচ্ছে। এরমধ্যে মোটরসাইকেল ভিত্তিক র্যুট-ম্যাপ ও আগাম বন্যার পূর্বাভাস খুব কাজে আসবে।
বেসিস এর সদস্যদের গুগল কীভাবে সাহায্য করতে পারে বৈঠকে সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান বেসিস সভাপতি।