নতুন করে ৮৫ কোটি টাকার বিনিয়োগ পেয়েছে অনলাইনে দৈনন্দিন বাজার-সদাইয়ের অনলাইন প্ল্যাটফর্ম চালডাল। প্রধান বিনিয়োগকারী হিসেবে চালডালে নতুন এ বিনিয়োগ করেছে লন্ডনভিত্তিক আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়াইজের সহপ্রতিষ্ঠাতা টাভেট হিনরিকাস, তরুণ প্রতিভাবানদের সহায়তাকারী প্ল্যাটফর্ম টপিকার মুখ্য পণ্য কর্মকর্তা স্টেন টামকিভি ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান এক্সপ্লোরেশন ক্যাপিটাল। এর সঙ্গে অংশ নিয়েছে বাংলাদেশি নির্মাণ প্রতিষ্ঠান মীর গ্রুপ।
অবকাঠামো এবং বাজার সম্প্রসারণের জন্য এই তহবিল ব্যবহার করা হবে বলে বৃহিস্পতিবার ডিজিবাংলাকে জানিয়েছেন চালডাল সহ-প্রতিষ্ঠাতা জিয়া আশরাফ।
চালডালের এই মুহূর্তে ঢাকা, নারায়ণগঞ্জ ও যশোরে ২৫টি পণ্যগুদাম আছে। এ ছাড়া কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে একটি ও যমুনা সেতুর রেলওয়ে সম্প্রসারণ প্রকল্পের আবাসিক এলাকায় একটি সুপারশপ রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির অপর সহ-প্রতিষ্ঠাতা ওয়াসিম আলিম। তিনি জানিয়েছেন, প্রতিষ্ঠানটি প্রতিদিন ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকার ১০ থেকে ১২ হাজার অর্ডার ডেলিভারি করে। কোভিডের লকডাউনে ৩০০ শতাংশ এবং বর্তমানে প্রতিষ্ঠানে এখন পর্যন্ত প্রবৃদ্ধি হয়েছে ১২০ শতাংশ।
কোম্পানির প্রবৃদ্ধি বাড়াতে সামনে ডেলিভারি, রাইড শেয়ারিং ও ডিজিটাল পেমেন্ট সিস্টেম নিয়েও কাজ করতে চান চালডাল ডটকম সহ-প্রতিষ্ঠাতা।
দেশের প্রথম মুদি পণ্যের স্টার্টআপ হিসেবে ২০১৩ সালে যাত্রা শুরু করে চালডাল। আর সরাসরি নিজেদের ওয়্যারহাউজ থেকে মুদি পণ্য পরিবহনে বিশ্বের অনন্য নজির স্থাপন করেছে প্রতিষ্ঠানটি।