দক্ষিণ এশিয়া অঞ্চলের মধ্যে ই-কমার্স র্যাংকিংয়ে বড় ধরনের ধাক্কা খেলো বাংলাদেশ। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক কনফারেন্সে বাংলাদেশ ১২ ধাপ পিছিয়েছে, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় পতন।
২০১৯ সালে এই সূচকে বাংলাদেশের ১০৩তম হলেও এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১১৫তম। ২০১৮ সালেও এই সূচকে বেশ ভালো করেছিলো বাংলাদেশ। তখন সূচকের ৮৮তম অবস্থানে ছিলো। ১৫২টি দেশের ডিজিটাল ব্যবসায় নিয়ে এই সূচক প্রকাশ করেছে উইনাইটেড ন্যাশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। চারটি সূচকের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই সূচকটি।
২০১৯ সালের তথ্য ব্যবহার করে তৈরি এই প্রতিবেদনে বলা হয়েছে, সে বছর মাত্র ১৩ শতাংশ বাংলাদেশী ইন্টারনেট ব্যবহার করেছে, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন এবং প্রতি ১০ লক্ষ মানুষের মধ্যে তখন ৩৯ জনের ইন্টারনেট সার্ভার সুরক্ষিত করার সুযোগ ছিলো।
৯৭ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী নিয়ে সূচকে প্রথমবারের মতো শীর্ষে এসেছে সুইজারল্যান্ড। এর পরে রয়েছে নেদারল্যান্ডস এবং ডেনমার্ক।
এই তালিকায় সবচেয়ে বিশি আধিপত্য দেখা গেছে ইউরোপীয় অর্থনীতি শীর্ষ ১০ দেশেকে। একমাত্র অ-ইউরোপীয় অর্থনীতির দেশ হিসেবে চতুর্থ অবস্থানে আছে সিঙ্গাপুর।
আর দক্ষিণ এশিয়ার ই-কমার্সের জন্য সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ভারত। দেশটি আগের বছরের অবস্থান থেকে উন্নয়ন ঘটিয়ে বৈশ্বিক তালিকার ৭১ তম স্থানে উঠে এসেছে।
এই অঞ্চলে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে শ্রীলঙ্কা (৯১ তম)। তবে এবার তাদের অবস্থান গত বছরের তুলনায় চার ধাপ নেমেছে। একই ভাবে দুই ধাপ নেমে নেপালের অবস্থান এখন ১১৩ তম।