আগামী ৪ ডিসেম্বর অবসরে যাচ্ছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসির বর্তমান চেয়ারম্যান মোঃ জহুরুল হক। ওই দিন সরকারি ছুটির দিন হওয়ায় বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে তাকে বিদায় সংবর্ধনা দিচ্ছেন তার সহকর্মীরা। আর তার স্থলাভিষক্ত হতে গোটা সাতেক নাম থাকার খবর পাওয়া গেছে। এর মধ্যে পল্লী সঞ্চয় ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নামও ছিলো।
এই তালিকায় ছিলেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব অশোক কুমার বিশ্বাসও।
তবে শেষ নাগাদ প্রধানমন্ত্রীর কাছে গিয়েছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল এম মাসুদ রেজওয়ান এবং সদ্য অবসরে যাওয়া ডাক ও টেলিযোগাযোগ সচিব নূর-উর-রহমান এবং শ্যাম সুন্দর সিকদারের নাম। সূত্রমতে, এই তিন জনের মধ্যে তৃতীয়জনকে মনোনীত দিয়েছেন প্রধানমন্ত্রী।
তবে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সর্কুলার জারির আগে বিষয়টি নিশ্চিত করতে রাজি হয়নি দায়িত্বশীল সূত্র।