সীমিত পরিসরে খুলে দেয়া হয়েছে জাতীয় জাদুঘর। মহামারি করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি থাকায় গত ১ নভেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে জাদুঘরে প্রবেশ করতে পারছেন দর্শনার্থীরা।
তবে এখন আর গেট থেকে টিকিট বিক্রি হচ্ছে না। অনলাইনে টিকিট কিনতে হচ্ছে। জাতীয় জাদুঘরের ওয়েবসাইট থেকে ই-টিকিট কেনা যাচ্ছে। ফলে ফটকে জটলা না থাকলেও বিষয়টি না জানা দর্শনার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
তরুণদের প্রায় সকলেই ইন্টারনেট ব্যবহারে অভ্যস্ত হওয়ায় তাদের গেটে দাঁড়িয়ে খুব অল্প সময়েই অনলাইনে ই-টিকিট কেটে গেটে দেখিয়ে ভেতরে প্রবেশ করছেন।
আবার অনেকেই জাদুঘরের ফটকে এসে মোবাইলের এমবি কিনে তারপর টিকিট কাটছেন। কেউবা আবার রাস্তার অপর প্রান্তের মার্কেট থেকে করিয়ে নিচ্ছেন।
এমন পরিস্থিতিতে ডিজিটাল বৈষম্য এড়াতে প্রযুক্তিতে পিছিয়ে থাকা দর্শনার্থীদের সুবিধায় গেটের বাইরে ফ্রি ইন্টারনেট এবং অনলাইনে টিকিট কাটার সুব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।