‘অনাকাঙ্খিত’ পরিস্থিতি এড়াতে ঢাকা শহরের ঝুলন্ত তার কাটা সাময়িক ভাবে বন্ধ রাখার অনুরোধ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। ‘এই মুহূর্তে ইন্টারনেট ও ক্যাবেল দুটোই যেন সচল থাকে’ সে বিষয়টি যেনো মাননীয় মেয়রকে বিবেচনা করেন যে জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করেছে টেলিকম মন্ত্রণালয়। একইসঙ্গে ব্যক্তিগতভাবে স্থানীয় সরকার মন্ত্রীর কাছে ডিও লেটার দেয়া এবং তথ্যমন্ত্রীকে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন মোস্তাফা জব্বার।
তিনি বলেছেন, ইন্টারনেট এখন মানুষের শ্বাস প্রশ্বাসের মতো। তাই যদি ঢাকা শহরের তার পরিস্কার করতেই হয়, তাহলে অন্তত পক্ষে তাদের (সেবাদাতা) সঙ্গে বসে করা দরাকার।
‘গায়ের জোরে’ তার কাটলে এর পরিণতি ভায়বহ হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। মোস্তাফা জব্বার বলেন, এটা বন্ধ হলে শিশু থেকে বৃদ্ধ, গৃহিনী থেকে সরকারী কর্মচারী সবাই আক্রান্ত হবে। এতে কেবল ইন্টারনেট ক্ষতিগ্রস্ত হবে না, এতে স্যাটেলাইট টিভি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বাস্তব সম্মতভাবে এই সমস্যার সমাধান করা হবে বলেও প্রত্যাশা করছেন তিনি।